

মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » কবির কবিতা » ঘুম ☺
ঘুম ☺
✍ মোহাম্মদ আমজাদ হোসেন
ঘুমের ঘোরে
চোখ পোড়ে
বসে আছি
ভবগুরে ॥
চোখ বলে যা
শুতে যা
ক্লান্ত বেশ
ঘুমের রেশ ॥
লঞ্ছে বসে
জলের পাশে
কথা শুনি
শব্দ বুনি॥
জলের কথা
স্মৃতির পাতা
ছোট্ট যখন
সাঁতার কাটা ॥
সেসব স্মৃতি
বেশ পুরনো
শিক্ষা নিলাম
যায় কুড়ানো ?
মান চলে যায়
সম্মান হারায়
ইচ্ছে করলেই
খুলতে পারি ?
পেট ভরা সব
বর্ণমালা
মুরগি পোলাও
থালা থালা ॥