

মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময়
ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময়
স্টাফ রিপোর্টার: ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সাথে ভোলা জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।এসময় জেলার ভিবিন্ন এলাকার মৌজার খতিয়ান রেকর্ড অফিস থেকে সরবরাহ করতে বিলম্ব হওয়ায় বিচার প্রর্থীদের সুবিধার্থে দ্রুত সরবরাহ করার জন্য উপস্থাপন করা হয়। এসময় জেলা প্রশাসক বিষয়টি দ্রুত সমাধানের আস্থত করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো: সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো: ইফতারুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোহাম্মদ মহিবুল্যাহ মিয়া, মো: বশির উল্যাহ মিয়া,অ্যাড. মোস্তাফিজুর রহমান, অ্যাড. রথিন্দ্রনাথ দে, অ্যাড. মহিউদ্দিন হেলান প্রমুখসহ জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ।
-এফএইচ