

শুক্রবার ● ২০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জাতীয় » ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার: ভোলার চারটিসহ সারাদেশের ১৫০ টি সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে এ সেতুর উদ্বোধন করেন তিনি।
ভোলার সেতুগুলো হলো ৮ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ের ৩১.৮৩ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের বক্সআলী সেতু, ৯ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ের ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের বোরহানউদ্দিন বাইপাস সেতু, ৯ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ের ৩১.৮৩ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের শশীভু’ষণ সেতু এবং ৬ কোটি প্রায় ৯ লাখ টাকা বায়ের ৪৪ .০২ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের নাজিরপুর সেতু।
এছাড়াও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সারাদেশের ১৫০ টি সেতু, ১৪ টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর উদ্বোধন করেন। সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিন আল ইয়ামিন, ভোলার সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম,উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়, উপ-সহকারি প্রকৌশলী আতিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রমূখসহ ভোলা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক বৃন্দ।
-এফএইচ