

সোমবার ● ৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কবির কবিতা » চৈত্রের বিদায় লগ্নে -মো. মুসা ইসলাম
চৈত্রের বিদায় লগ্নে -মো. মুসা ইসলাম
চৌত্র হেরেছে বৈশাখের কাছে,
ফাগুনকে কাবু করেই ক্ষান্ত এই চৌত্র!
অলক্ষনি প্রাদুর্ভাব মুছে শাঁখের রুদ্ধ অবিমিত্র।
চৌত্র প্রকৃতির চরম শত্রু,
দা কুমড়োর মতই যথরূপ,
বৈশাখ এলেই বউ কথা কও পাখির ডাক!
নাকে ঘ্রাণ পাই বৈশাখির শেষ খন্ধ,
বৈশাখ ফোটা পুষ্পেই জৈষ্ট ফলের গন্ধ।
ফুল কুঁড়ির মাস বৈশাখ!
ধানের সবুজ পাতা হেলান খাচ্ছে
দক্ষিনা বাতাসে,
কুকিল ভুল করছে না কণ্ঠ আবেশে ।
একটুখানি বৃষ্টিতে গজিয়ে উঠে,
উপেক্ষিত অযত্ন তৃণলতার গাছ্র গাছালি!
স্বার্থপরি উর্ধে রয় চক্ষুদি অখেয়ালি।
এক ফসলা বৃষ্টি জন্য অপেক্ষা করছে কেউ,
ফাটল ধরা মাটির বুকে,
কৃষকে হয়তো ভাবনা শস্যখেতের আগামীর
কোথা মুঠো মুঠো ধানের গোছার টুকে।
চৈত্রের আজকের শেষ দিন!
মাথা নুয়ে নতে কি যেন বলছে মলিন,
আহ! কি চৌত্রে খরতাপে দগ্ধ হল সব ছাই,
ফিস ফিসি ক্লান্ত গলায় বলল বন্ধু কিসে
আমি নিজে পুড়ি তাই জগতকে পোড়াই।
রেশ আর আমেজে এল বৈশাখি নববর্ষ,
উঁকি দেয় কল্পনা আঁকার ছবিতে যেন বসা,
তীরে এসে উঁকি মারে বৈশাখির সরসা,
আসব আসব বলে এসে কিছুক্ষন থেকে!
সেও ঘনিয়ে এসে চলে যাবে
এমনো বহু ঈদ !নববর্ষ পহেলা !
বৈশাখির জন্য বসে থাকতাম!!
আসার চিত্র একেছি অপেক্ষার খাতায়,
ঘন্টার পর ঘন্টা,
কিন্তু এসে থাকে মাত্র কয়েক ঘন্টা,
খারাপ জমে গেল ঘষতে থাকা মনটা,
আবার অপেক্ষা করব গন্ধ পেলেই
বৈশাখ আসছে!
অথবা বছর বরন দিনটি বছর ঘুরে!
চৈত্রের এই অলক্ষুনে।।