

সোমবার ● ৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে তোলপাড় কৃষ্টি সংসারের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা
লালমোহনে তোলপাড় কৃষ্টি সংসারের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা
লালমোহন প্রতিনিধি: দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার একসময়ের বহুল আলোচিত ও জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন- তোলপাড় কৃষ্টি সংসারের অকার্যকর সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রিপন শান।
তোলপাড় এর প্রতিষ্ঠাতা সদস্যগণের সাথে গুরুত্ববহ এক বৈঠকের পর বীরমুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক প্রভাষক কবি রিপন শান এক প্রেসনোটে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। ১৯৯৬ সালের ৩ অক্টোবর ২১ জন বিদ্যোৎসাহী সাংস্কৃতিক কর্মীর সমন্বয় ও উপস্হিতিতে আমার নেতৃত্বে লালমোহন পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত দিশারী মনজিলে আত্মপ্রকাশ করে ভোলার লালমোহনের সাড়াজাগানো সাংস্কৃতিক সংগঠন *তোলপাড় কৃষ্টি সংসার*। তারপর অনেক ইতিহাস!
২০১০ সালে তোলপাড় এর প্রতিষ্ঠাতা হিসেবে আমাকে ( রিপন শানকে) প্রধান উপদেষ্টা, রুহুল কুদ্দুস রিয়াজকে সভাপতি ও সাংবাদিক জসিমুদ্দিন জনিকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় অবিভক্ত তোলপাড় কৃষ্টি সংসারের সর্বশেষ কার্যকরী কমিটি। এই কমিটির নেতৃত্বে ক’টি সাংস্কৃতিক আয়োজন সম্পাদিত হলেও, সরকারিভাবে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা ও লালমোহনে হা-মীম যুগের আগ্রাসনে সমকালের অতল গর্ভে হারিয়ে যায় কবি রিপন শানের জীবন ও যৌবনের সৃজনশীল উত্তাপে গড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন তোলপাড় কৃষ্টি সংসার। লালমোহনের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার্থে ও সময়ের প্রয়োজনে তোলপাড় কৃষ্টি সংসারকে পুনরুজ্জীবন করা জরুরি । তাই, তোলপাড় কৃষ্টি সংসারের মুল সংবিধানে প্রদত্ত প্রতিষ্ঠাতার বিশেষ ক্ষমতাবলে এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সিংহভাগ মতামতের ভিত্তিতে এই সংগঠনের সকল স্তরের অচল কমিটি সর্বৈব বিলুপ্ত ঘোষণা কর হইল।
শীঘ্রই অনলাইন কনফারেন্স বা সরাসরি বসাবসির মাধ্যমে তোলপাড় কৃষ্টি সংসারের একটি গতিমান নতুন কমিটি ঘোষণা করা হইবে।