

মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কবির কবিতা » নববর্ষ- মো. মুসা ইসলাম
নববর্ষ- মো. মুসা ইসলাম
নববর্ষ আসছে দাঁড়া,
পান্তা ইলিশ খাব মোরা,
ধামধুমে করব তাড়া,
বর্ষের বাজনা হর্ণ হরা।
শিশু কিশোর ছন্নছাড়া,
ব্যাকুল হয়ে ছুটেছে ছোড়া,
মেলায় যাচ্ছে জোড়া জোড়া।
ফতুয়া গায়ে পাঞ্জাবি পড়া,
জ্ঞানী গুণি সকলেরা,
বাঙালি রঙে আজকে দেখা,
কণ্যার পায়ে আলতার রেখা।
পুতুল কিনার লাগল ভীর,
নাটোর দোলার ঘুরল হির!
ঢোল ঢাকির ডুমো ডুমা ডুম,
মেঘে ডাকল গুরুম গুরুম।।
মৈয়র নাচলো ঝাঁক ঝাঁক,
আজকে এল পহেলা বৈশাখ।
গ্রাম গঞ্জের বটের তলায়,
ঢল স্রোত নামল মেলায়!
মা রাঁধিল সিন্নি, পায়েশ,
মিটছে স্বাদে মুখে আয়েস।
কৃষক যেন হাতটি তুলে,
হরেক রকম খানায় ভুলে,
ধরল প্রার্থনায়,
বৃষ্টি আসুক বৃষ্টি আসুক
ফসলের মাঠ গায়।।