

সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » কবির কবিতা » বিবর্ণ স্বপ্ন- ছোটন সাহা
বিবর্ণ স্বপ্ন- ছোটন সাহা
যে স্বপ্ন আড়ালে থাকে
সে স্বপ্নকে তুমি ছুতে চাও
যে স্বপ্নের কোন অর্থ নেই
সে স্বপ্নের পিছু ছুটে বেড়াও
তুমি যাকে স্বপ্ন বলছো
সেই স্বপ্ন তো আকাশ ছোঁয়া
আমার কাছে বিবর্ণ!
স্বপ্ন জয়ী করতেই
প্রতিনিয়ত তোমার যুদ্ধ, অথচ
সে যুদ্ধে তুমি পরাজিত সৈনিক
তবুও কেন স্বপ্ন ছুতে চাও?
আড়ালের স্বপ্ন
আড়ালে থাকতে দেও
নয়ত মেঘের আঁধারে কাটবে প্রহর
যে প্রহর শুধুই কাঁদায়।