

শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কবির কবিতা » স্বর্গ ছায়া - মো. মুসা ইসলাম
স্বর্গ ছায়া - মো. মুসা ইসলাম
শত ক্লান্তি চল ঘুচে ফেলি চল সকল দুঃখ
মুছে নেই সরিয়ে আনি অবসান,
ঐ দেখ ঐ দেখ মেঘের কোন কুটি স্থান উদ্যান।
পাশ টায় ওই চাঁদ হাসে বট গাছেরি ছায়া,
নিচে দেখ জলের উপরে বাড়ি খানা নাই তার কেন পায়া।
সাদা মেঘ ভেসে ভেসে তার মিশে থাকা ছোট্ট কুটি ঘর,
নির্জন থাকা ওই গৃহে নেই তো ভয়ের ডর। ।
ও মন ঘরে ছুটে যাইতে বড় ইচ্ছে আমার কাঁদে,
ভোগ জালা কতটা হালা নাই মিটে না ত স্বাদে।
ওই বাড়ি নয়া বাড়ি কিবা এটির নাম,
ঔ না খানেতে মুছে যাবে দেহ রক্তের ঘাম।
কে করিল ওই না কুটিটি স্রষ্টা জনে নিরালায়,
বল রে বল রে স্রষ্টা বলে রে স্রষ্টা রাস্তা কোথা ভাজ,
গগনে থেকে বলে উঠল ওই কোথা যেতে তোরা চাস।
হে যেতে চাই হে যেতে চাই মেঘের কোনের দেখি যা
যা চলে যা ওই বাড়ি তে ওই নেমে আসল এক রাস্তা ।
যেতে যেতে দেখি অহ যে মাঝে ভ্ঙা সড়ক হায়,
নিচে দেখি মহা সাগর পড়লে উপায় যে আর নয়।
গগনে থেকে বিকট শব্দ আসল কি চাস তোরা তবে,
আমরা যেতে চাই ওই ঘরেতে থাকতে পারিনা যে ভবে।
কে জানি আবার বলল এখানে আর আসবিনা যদি যেতে চাস,
ভাঙের মাঝে যে পরতে হয় কভু ওই ভুলে নয়ত নাহ যাস।