

বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কবির কবিতা » এক গুচ্ছ কবিতা: মো.মুসা ইসলাম
এক গুচ্ছ কবিতা: মো.মুসা ইসলাম
ভোর হলে ডাকে মা
সূর্য উঠল পূর্ব আকাশে সোনা রোদে মেখে,
খোকন তোরে ডাকে মা ভোর হতেনা দেখে।
কখন ভোর যে হয়ে গেল নাস্তা খেতে আয়,
উঠরে খোকন ফ্রেশ হনা বেলা ত বয়ে যায়।
সবই দেখ উঠে গেল এখনো থাকবি ঘুমে,
রাত ভরে জাগস কেন জলদি যাসনি রুমে।
ঔ উঠেছে পাখি ডাকছে ফুলনা গেল ফুটে,
চারদিকে ছুটছে মানুষ ছুটছে কেমন ছুটে।
চিকচিক রোদ হেঁসে জানালা মারে উঁকি,
তোর আগে উঠে গেল ছোট্ট সোনা খুকি।
ভোরের হাওয়া লাগে যার দিন যে ভাল কাটে,
বাবা তুই চোখটি মেল থাকিস না আর খাটে।
আর নেবেনা ল্যাপ, ফোন হাতে করে ইচ্ছে ,
কেন বুঝনা ওগুলো তো শরীর ভেঙে দিচ্ছে।
প্রকৃতি কি দেখানা জেগে ও প্রজাপতির রঙে,
ঝাউগাছ মত পড় ছড়িয়ে আপন মন ভঙে।
শ্রাবনের ধারা
শ্রাবনের ধারা আজ ঝরে ঝর ঝর,
ঘন মেঘে ডাকা পড়ছে।
সকাল বিকাল প্রহর,
কর্ম কাজের দম ধরেছে।
মিলছে বর্ষার আসর,
যাবেনা কেয় ঘরের বাহিরে ভীষণ বর্ষণ মুখর।
রোদ্ররা কাজল শাড়ি পড়েছে টুপুর টাপুর বৃষ্টি,
কথায় নেই আলো ছাঁয়া মেঘ পলকের সৃষ্টি।
বর্ষাকন্না নিত্য করে,
চলছে চালের টিনে।
থামাবে না কেয় তাকে,
চলছে সে – আনমনে।
বৃষ্টি পরে নিকুন নাকুন,
পায়ে পড়া নুপূর।
নিয়ে চলে অন্য জগৎ বাজে একটানা সুর,
রিম ঝিম বৃস্টি পরে মন করে আচ্ছন্ন।
ভাবনার মাঝে ঢেউ খেলে বলতে বারণ্য,
গাছের ডালে ঝাঁপটা বাতাশ।
কথায় জেতে লাগে হতাশ,
মেঘে মেঘে বাদা।
মাট ঘাট
সব ভরে গেছে,
জলের মাঝে কাদা।
বিজলি চমকে ভয় পাই,
বুক উঠে কেপে।
গুম পাড়ানি মাথা চেপে,
বালিস কাতা লেপে।
জানলার দারে বসে বসে,
মনে ত তত্ত্ব কথা।
প্রিয় জন যদি থাকতো পাসে,
হতাম তবে রাঁধা।
ছোট্ট মামা গল্পও বলে শেষে বলে মিছে,
শুনলে কেমন ভয় লাগে ভুত পেতনির কিচে।
গুড়ুম গুড়ুম হঠাৎ জেন শব্দ,
হঠাৎ করে ঠাঠা পরে কার প্রাণ করে জব্দ।
শীতল হাওয়া নরম গায়ে গুমের বাড়ি চলা,
জল পরিরা আকাশ পাণে করে নিত্য খেলা।
-এফএইচ