

বৃহস্পতিবার ● ৩১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কবির কবিতা » স্বাধীন আরাকান — মো. সৌরভ হাওলাদার
স্বাধীন আরাকান — মো. সৌরভ হাওলাদার
ধরো ধরো অস্ত্র ধরো - আরাকানরা যুদ্ধ করো,
স্বাধীন হবার জন্য - সব করে দাও পণ্ড ।
স্বাধীন হবার জন্য।
নিপাত যাক, নিপাত যাক, মায়ানমারের শোষক সৈন্য।
লাশের খেলা খেলছে তারা নাপ নদী তো পূর্ণ।
দেখো মানুষ - দেখো পৃথিবী, মানবতা আজ শূন্য।
মোসলমানের জন্য।
জাগো হে আরাকান বাসী ধরে নাও অস্ত্র।
আঘাত করো ঐ শোষক সেনাদের- হও তোমরা শক্ত।
হে মুসলিম দেশ- আছোত আজ বেশ,তোমাদের ভায়ের রক্ত ঝড়ে কত করবে আর ড়েশ।
জেগে উঠো মুসলিম ভাই - চলো আরাকানে যাই।
সাহায্য হাত দাও বাড়িয়ে - আরাকান স্বাধীন চাই।
রোহিঙ্গা বাঁচাও ভাই - আসো মুসলিম এক হয়ে যাই।
লাশে ভাসছে আরাকান - কোথাই তোরা বিবেক বান,,?
আন্তর্জাতিক ভণ্ড পীর - দেখছে যে আজ সারা জাহান।
মা - বোনের ঐ কান্না সইবে নারে খোদা মেহেরবান।
আরাকানকে স্বাধীন কর - কই রে তোরা মুসলমান…?
বের হয়ে যাও রাস্তায় - যুদ্ধ ছাড়া উপায় নাই।
আরাকান হবে স্বাধীন - অস্ত্র ধরো সকল ভাই।
রক্ত যখন দিয়েছো - রক্তের বদলা নাও ভাই।
স্বাধীন দেশ পাবে তোমরা আমি এটা বলতে চাই।