

মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » চরফ্যাশনে জমিসংক্রান্ত বিরোধে ৪জনকে পিটিয়ে আহত
চরফ্যাশনে জমিসংক্রান্ত বিরোধে ৪জনকে পিটিয়ে আহত
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার চরমানিকা গ্রামের জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বছরের শিশুসহ ৪জনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার চরমানিকা ৮নং ওয়ার্ডে সোমবার সন্ধ্যায় রফিকুল ইসলাম নিজ বাড়ীরআঙ্গীকায় শহিদুল ইসলাম খান, রাসেল, আল মামুন ও নুরনবী দেওয়ান একত্রিত হয়ে লোহার রড ও বাশের লাঠি দিয়ে পিটিয়ে রফিকুল ইসলাম (৪৭)স্ত্রী জোছনা বেগম(৪২) মেয়ে লামিয়া বেগম(১৭), নাতি আবদুল্লাহ আল আহাদ(১) গুরুতর আহত করেছে। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। এই ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে রফিকুল ইসলাম জানিয়েছেন।
আমির/রাজ