

বুধবার ● ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর » মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ভোলা জেলা পুলিশ এর আয়োজনে মঙ্গলবার ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, ভোলায় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে ও মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলার সঞ্চালনায় ডিসেম্বর/২০২১ইং মাসের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ভোলায় ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। নতুন বছর’কে সামনে রেখে সবাইকে পেশাদার আচরণ করে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। মাসিক কল্যাণ সভায় ভোলা জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ উভয়কে ফুল দিয়ে বরণ করে নেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। এ সময় বেস্ট অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ভোলাসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের এবং কনস্টেবল মোহাম্মদ সেলিম হাওলাদার এর পিআরএল গমণ উপলক্ষে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জগন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
-রাজ