

রবিবার ● ১৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » আইন ও অপরাধ » দক্ষিণ আইচার চর নিজামে জবাই করা হরিণ উদ্ধার
দক্ষিণ আইচার চর নিজামে জবাই করা হরিণ উদ্ধার
স্টাফ রিপোর্টার: ভোলার চরফ্যাশনের জবাই করা চিত্রাল হরিণ উদ্ধার করেছেন বন কর্মীরা। শনিবার বিকালে দক্ষিণ আইচা থানার চর নিজানের কালকিনি ভিট অফিসের উত্তরে পুরাতব কেওড়া ম্যানগ্রোভ বাগান থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় রবিবার সকালে ৪ জনকে আসামী করে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে।
কালকিনি ভিট অফিসার এসএম আমির হামজা জানান, ওই বাগানে একই এলাকার বাচ্ছুর নেতৃত্বে নাঈন উদ্দীন, নিরবসহ কয়েক জন মিলে হরিণ শিকার করে জবাই করেন। এসময় তার নেতৃত্বে টহলরত বনকর্মীদের টের পয়ে শিকারীরা পালিয়ে যায়। শনিবার রাত ১ টার দিকে ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে জবাই করা হরিণটি ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয় বলে জানান তিনি ।
-এফএইচ