

সোমবার ● ১৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলা জেলা ও দায়রা জজ মহসিনুল হক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ভোলা জেলা ও দায়রা জজ মহসিনুল হক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: ভোলা জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্বি করেন মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী জেলা প্রশাসক, ভোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম মানীয় বিচারকবৃন্দ, ভোলা জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, ভোলা বারের আইনজীবীগণ, নিম্ম আদালতের বিচারকগন সহ আরও অনেকে।
এছাড়াও ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এই সময় বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হক, মাননীয় বিচারকবৃন্দ, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী অ্যাড. মো: সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী অ্যাড.ইফতারুল হাসান শরীফ প্রমুখসহ অতিথি বৃন্দ।
এসময় সিনিয়র জেলা ও দায়রা মোঃ মহসিনুল হক এর বিদায় অনুষ্ঠানে তার ব্যাক্তি ও চাকুরী জীবনের সফলতা নিয়ে আলোচনা করা হয়। বিদায়ী অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা মোঃ মহসিনুল হক সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোলার জেলা জজ হিসেবে এ এইচ এম মাহমুদুর রহমানকে নিযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোলার জেলা জজ হিসেবে এ এইচ এম মাহমুদুর রহমানকে নিযুক্ত করা হয়েছে।
-এফএইচ