

রবিবার ● ৪ জুন ২০২৩
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলায় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
ভোলায় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
ফরহাদ হোসেন: ভোলা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল ১০ টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ভোলা জেলার কৃর্তি সন্তান ও মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ উল্লাহ।
এসময় জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, জেলা প্রশাসক তৌফিক এলাহী চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসীম কুমার দে, পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা আইন জীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. ইফতারুল হাসান শরীফ, জিপি মোঃ নুরুল আমিন নুরুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্থর স্থাপন শেষে মাননীয় বিচারপতি মোহাম্মদ উল্লাহ বলেন, মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের অভিপ্রায়ে দেশের প্রত্যেক ‘ন্যায় কুঞ্জ’ নামে বিচার প্রার্থী বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়। তার ধারাবাহিকতায় আজ ভোলা জেলাতেও ভিত্তপ্রস্তর স্থাপন করা হয়েছে ।
তিনি বলেন, ‘ন্যায় কুঞ্জ’ এর ভিত্তি স্থাপনের মাধ্যমে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার ভূমিকা রাখবে।
এর পর তিনি জেলা ও দায়রা জজ আদালতের কক্ষে জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান এর সভাপতিত্বে জেলা ও দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনা সভা করেন। এর আগে গত শুক্রবার দুপুরে ভোলার ইলিশা ঘাটে মাননীয় বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ভোলা জেলা জজ আদালতের মাননীয় বিচারকবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
-এফএইচ