

মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে প্রতিপক্ষতে ফাঁসাতে নিজের ঘরে আগুন
চরফ্যাশনে প্রতিপক্ষতে ফাঁসাতে নিজের ঘরে আগুন
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার ভাষানচর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের খের-কুটা আগুন দেয়া হয়েছে। এই ব্যপারে কামাল হোসেন রাঢ়ী বাদী হয়ে শশীভ‚ষন থানায় অভিযোগ দাখিল করেন। জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষকে ফাসাঁতে আমির হোসেন(৩৫), শফিজল মাঝি, মুনাফ ও নুরুল ইসলাম একাত্রিত হয়ে ষড়যন্ত্র করে নিজের খের-কুটায় আগুন দিয়েছে। এই ব্যপারে শশীভ‚ষণ থানায় অভিযোগ করা হয়েছে। শশীভ‚ষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী বলেন, অভিযোগ পেয়েছি তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য তাদের সাথে চরকলমী ভাষান চর মৌজায় ১ একর ৫০জমি দিয়ে কামাল হোসেন রাঢ়ীর সাথে বিরোধ রয়েছে।
আমির/রাজ