

রবিবার ● ১৭ মে ২০১৫
প্রথম পাতা » আইন ও অপরাধ » লালমোহনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
লালমোহনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে শিরিন নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ১০টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুলচরা এলাকার আবু বাতান বাড়িতে এ ঘটনা ঘটে। এটি হত্যা, না আত্মহত্যা এই নিয়ে নানান প্রশ্ন এলাকাবাসীর মাঝে? পুলিশ লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ১ বছর আগে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুলচরা এলাকার আবু বাতান বাড়ির ফারুকের ছেলে রাকিবের সাথে একই এলাকার ওমান প্রবাসী ছিদ্দিকের মেয়ে শিরিনের সাথে প্রেমের সর্ম্পকের মাধ্যেমে বিয়ে হয়। তার পর থেকে শ্বশুর ফারুক ও শ্বাশড়ী লিলুফা বিভিন্ন সময় শিরিনকে মানষিক ভাবে নির্যাত করতো। রোববার সকালে শ্বাশড়ী লিলুফার সাথে রান্না করা ও বোর ধান রোধে নেওয়াকে কেন্দ্র করে শিরিনের সাথে কথার কাঁটি হয় বলে জানান বাড়ির আশ পাশের লোকজন। সকাল পৌনে ১০টার দিকে রান্না ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় শিরিনকে ঝুলান্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোক জন লাশ নিচে নামায় । তার পর থেকে বাড়ির লোকজন গাঁ ঢাকা দিয়েছে। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এটি হত্যা না আত্মহত্যা তা ডাক্তারি রিপোর্ট না আসা পযর্ন্ত বলা যাবে না। এবিষয়ে থানায় ১টি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।