শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
রবিবার ● ১৭ মে ২০১৫
প্রথম পাতা » চাকরির খবর » রাতের বরিশালে বেপরোয়া মালবাহী ট্রাক
প্রথম পাতা » চাকরির খবর » রাতের বরিশালে বেপরোয়া মালবাহী ট্রাক
৫০৯ বার পঠিত
রবিবার ● ১৭ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতের বরিশালে বেপরোয়া মালবাহী ট্রাক

---

বরিশাল:: হঠাৎ করে রাতের বরিশালে মালবাহী ট্রাকের বেপরোয়া চলাচল পথচারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে গত কয়েকদিনের বেশ কয়েকটি দুর্ঘটনার উপক্রম পথচারিদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বিধিনিয়ম অনুযায়ী রাত ১০টার আগে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলে তাও মানা হচ্ছে না। কিন্তু বিষয়টি সম্পর্কে প্রশাসন বা বরিশাল সিটি কর্পোরেশন অবহিত থাকলে কার্যত কোন পদক্ষেপ দৃশ্যমান নয়। যার দরুন খোদ নগরবাসীর মধ্যেও রাতে চলাচলের ক্ষেত্রে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এছাড়া ট্রাকের ওপর কোন প্রকার ছাউনী ব্যবহার না করায় সড়কের ওপর ইট-বালি যত্রতত্র পড়ছে। ফলে ধুলোয় নগরীর পরিবেশ বিনষ্ট হচ্ছে। এমতাবস্থায় নগরবাসী অর্থাৎ পথচারিদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের উচ্চমহলে জোর প্রদক্ষেপের আকুতি জানানো হচ্ছে। সূত্রমতে, রাতের বরিশালে সড়কে ডিউটিরত কোন ট্রাফিক না থাকায় মালবাহী ট্রাকগুলো বেপরোয়া চলাচলে উদগ্রীব। এসময় অধিকাংশ ট্রাকে থাকা ইট-বালি ও মাটি উড়ে সড়কে পড়ে থাকতে দেখা যায়। এছাড় রাতে চলাচলরত ট্রাকগুলোকে অপরাপর পাল্লাপাল্লিও করতে দেখা যায়। সঙ্গত কারণেই গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। বিশেষ করে গত বুধবার রাতের ঘটনা এ প্রতিবেদকেও একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে রক্ষা। ঘটেনি কোন প্রাণ বিয়োগের ঘটনা। যে ঘটনা দেখে প্রত্যক্ষদর্শী অনেকেই হয়েছেন হতবাক-বাকরুদ্ধ। অত:পর বেপরোয়া গতিতে চালানোর ট্রাক ড্রাইভার পড়ছে হয়েছে জনরোষে। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, সদর রোড হয়ে একটি বালুবাহী ট্রাক হোটেল এরিনার পাশের গলি দিয়ে ব্রাউন কম্পাউন্ট রোড ঢুকছিলো। এসময় বিপরীত দিয়ে ইট বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিয়ে ছুটে আসলে মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম দেখা দেয়। ভাগ্রিস একটি ট্রাক গতি কোন রকমের রোধ করে সড়কে পাশে ফুটপাতে উঠিয়ে দেয়। তবে এসময় ওই স্থান থেকে একটু দুরে ৮-১০জন পথচারিকে হেঁটে যেতে দেখা যায়। এমন পরিস্থিতিতে বিকট শব্দের সৃষ্টি হলে পথচারিদের এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা যায়। এসময় তাদের মধ্যে হাবিব সরদার নামে এক ব্যক্তির অভিব্যক্তি ছিলো অল্পের জন্য জীবনটি রক্ষা পেলাম। যে কারণে তিনিসহ অন্যরা আর নিশ্চুপ থাকতে না পেরে ট্রাক দুটি ড্রাইভারকে বেশ ঝাড়লেন। এর কয়েকদিন আগে নগরীর বান্দরোডে একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধিত অংশটি ভেঙে চুরমার করে দেয়। এমনিভাবে শুধু নগরীর প্রাণকেন্দ্র সদর রোড নয়, বান্দরোড, বটতলা ও আমতলার মোড় এলাকায় রাতে বেলা বেপরোয়া ট্রাক চলাচলে দুর্ঘটনার অহরহ আসছে। এমতাবস্থায় বিষয়টি নিয়ে আতঙ্কিত নগরবাসী উদ্বেগ জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন। বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল বিষয়টি সম্পর্কে তিনি অকিবহাল জানিয়ে বলেন, বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে নগরীর পরিবেশ নষ্ট করছে যারা তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়াটার) সোয়েব আহম্মেদ বলেন, বিষয়টি সম্পর্কে জেনে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।