

শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » তজুমদ্দিনে পুলিশের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা আটক
তজুমদ্দিনে পুলিশের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা আটক
তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে প্রচুর ইয়াবা ট্যাবলেটসহ এক বিক্রেতাকে আটক করেছেন। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলা হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবপুর গ্রামের আব্দুল্লাহ মুন্সি বাড়ির মোহাম্মদ আলী মুন্সির বসত ঘরের পিছনে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের সুপারি বাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০পিজ ইয়াবাসহ বিক্রেতা এই ঠিকানার সাইফুল ইসলামের ছেলে আলাউদ্দিনকে (৩৫) আটক করেন।