

বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » আইন ও অপরাধ » চরফ্যাশন কিশোর নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার-২
চরফ্যাশন কিশোর নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার-২
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামে মুরগি চুরির অপবাদে কিশোর রুবেল (১৪) কে নির্মম নির্যাতনের ঘটনায় মুলহোতা ইউপি সদস্য আমজাদ ও অপর সহযোগী বাবুল মাঝিসহ ২ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছেন শশীভূষণ থানা পুলিশ। কিশোর নির্যাতনের ঘটনাটি আইনজীবী অমিত দাসগুপ্ত হাইকোর্টের নজরে আনেলে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে ঘটনার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে এক সপ্তাহের অর্থাৎ আগামী রবিবারের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণাদিত হয়ে ওই আদেশ দেন। মঙ্গলবার নির্যাতনের সহযোগী বাবুল মাঝির গ্রেফতার করে আদালত হাজির করা হলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার নির্যাতনের ঘটনায় মুলহোতা ইউপি সদস্য আমজাকে গ্রেফতার করে পুলিশ।
রুবেলের মা বিলকিছ বেগম অভিযোগ করেন, রুবেল জেলেদের নৌকায় বাবুরচির কাজ করে। ঘটনার আগের দিন এলাকায় প্রীতিভোজের জন্য রুবেলসহ আরও কয়েকজন মুরগি কিনে আনে। তবে ওই মুরগি চুরি করে আনা হয়েছে বলে অভিযোগ তোলেন হাজারীগঞ্জ ইউপি মেম্বার আমজাদ হোসেন। গত ১৫ নভেম্বর/১৮ তারিখে আমজাদ মেম্বার রুবেলকে বাড়ি থেকে হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে গ্রামবাসীর সামনে তাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়।
তবে নির্যাতনের নির্মম দৃশ্যের স্থিরচিত্র ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় ঘটনার দুই মাস ৩দিন পর পুলিশ ভুক্তভোগীর মাকে ডেকে থানায় নেন। এরপর নির্যাতনকারী হাজারীগঞ্জ ইউপি মেম্বার আমজাদ হোসেনসহ ছয়জনকে আসামি করে ১৮ জানুয়ারী শুক্রবার শশীভূষণ থানায় মামলা করেছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইকোর্ট ডিসি, এসপি, ইউএনও, ওসি কে ভিক্টিটিমের চিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা এবং আসামী গ্রেফতারে কি ব্যবস্থা নেয়া হয়েছে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আসামীদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্য আসামী বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
-এমএএইচ/এফএইচ