

বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় » চরফ্যাশনে মাইক্রোর চাপায় শিশু নিহত, আহত-২, গ্রেফতার-২
চরফ্যাশনে মাইক্রোর চাপায় শিশু নিহত, আহত-২, গ্রেফতার-২
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পিকনিকের মাইক্রোবাস চাপায় জাবেদ (৬) মঙ্গলবার বিকালে আনুমানিক ৪ টার সময় ঘটনাস্থলে নিহত হয়। সে ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের পুত্র। এলাকাবাসী ধাওয়া করে ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করতে না পেরে থানায় ফোন করলে দক্ষিণ আইচা বাজারে ২টি মাইক্রোবাস ও চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ । হয়েছে ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞানের ছাত্রী মিশু (১৯)সহ দু‘জন। তাদেরকে বরিশাল শেবাসিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মিসুর একটি চোখ নষ্ট হয়ে যাওযার আশংখা রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসাক জানিয়েছেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মাসুম তালুকদার জানান, পিকনিকের গাড়ির সাথে আসা মাইক্রোবাস শিশু জাবেদকে চাপা দিলে এলাকাবাসী তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে পালিয়ে যাওয়ার জন্য পথভ্রষ্ট হয়ে ৫ নং ওয়ার্ডের একটি সড়কে চলে যায়। সেখান থেকে প্রধান সড়কে ফিরে আসলে বাজারে মাইক্রো ২ টি আটক করে চালক সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ব্যাপরে দক্ষিণ আইচা থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। স্থনীয়রা জানান, মাইক্রবাসে চাপা পড়ে শিশু নিয়ত হলেও উত্তেজিত জনতা ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীর উপর হামলা চালানোর প্রশ্নই উঠেনা। এই ঘটনার দায়ভার নিবে কে?
বুধবার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ বলেন, থানায় এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিব।
-এমএএইচ/এফএইচ