

সোমবার ● ১০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কবির কবিতা » নব্য রাজাকার -হাওলাদার মাকসুদ
নব্য রাজাকার -হাওলাদার মাকসুদ
সাধ নেই বাঁচবার
পাকি পাকি নাচবার
সাধ নেই সাবধানে
বার বার হাঁচবার।
পুরনো সে পাক-টাক
নেই তাতে রাগ-ঢাক
মুখোশটা পাল্টে
হাঁক নব হাঁক-ডাক।
তালেবান হরকত
এতে নেই বরকত
আরো চাই অস্ত্রের
ঝনঝনা কড়কৎ।
জেএমবি জোস আন
সুইসাইড ডোস খান
বাহুবল বাড়াতে
ইয়াবড় মোষ খান।
কর বোমা বর্ষণ
দেশ কর ধর্ষণ
বাংলায় চালু কর
আফগান-দর্শন।
আফগান! আফগান!
আহারে কী সাফগান
বোমা মেরে দে উড়িয়ে
বাংলার রাফগান।
ও মিয়া, কী বুঝলেন?
তথ্যটা খুঁজলেন?
বুঝে, নাকি না বুঝেই
চোখ দু’টা গুঁজলেন!
রাজাকার নব্য!
কোথা গন্তব্য?
দেশটার হবে কী?
জানে ভবিতব্য!
উঠুন না গর্জে
সয় না এ তর যে
সব গেল-ইতিহাস,
ভিটেমাটি ঘর যে।
যুদ্ধের বেশ পর
তালেবান শেষ কর
রক্তের দাম দিয়ে
পুনরায় দেশ গড়।
-কবি হাওলাদার মাকসুদ
অধ্যাপক, ফাতেমা খানম কলেজ, বাংলাবাজার, ভোলা।