

সোমবার ● ১০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কবির কবিতা » পতাকার কান্না -হাওলাদার মাকসুদ
পতাকার কান্না -হাওলাদার মাকসুদ
যেই পতাকা যুদ্ধে ঝরা রক্ত অনেক কালের
বীর তিতুমীর, প্রীতিলতা, মদন, মোহনলালের
যেই পতাকা বীর যোদ্ধা প্রাণের দামে কেনে
পিনাকপাণি, ক্ষদিরাম আর মহান সূর্যসেনে।
আল-রাজাকার সেই পতাকার গলায় রশি বান্ধে
শুনতে কি পাও সেই পতাকা দুঃখ-শোকে কান্দে!
যেই পতাকা সালাম, সফিক, রফিক ও বরকতের
যেই পতাকা একাত্তরে যুদ্ধে হতাহতের
যেই পতাকা উচ্চে আঙুল দৃপ্ত জাতির পিতার
যেই পতাকা বাবা-মায়ের, তোমার-আমার, মিতার।
আল-শামস্ আজ সেই পতাকার গলায় রশি বান্ধে
শুনতে কি পাও সেই পতাকা কান্দে রে ভাই কান্দে!
যেই পতাকা মাঠে ভরা হাওয়ায় দোলা ধানের
যেই পতাকা বিশ্ব কবির অজর অমর গানের
যেই পতাকা ঝিলের জলে ফোটা শাপলা ফুলের
যেই পতাকা বাঁধনহারা বিদ্রোহী নজরুলের।
আল-বদর আজ সেই পতাকার গলায় রশি বান্ধে
শুনতে কি পাও সেই পতাকা পত্পতিয়ে কান্দে!
#-কবি হাওলাদার মাকসুদ
অধ্যাপক, ফাতেমা খানম কলেজ, বাংলাবাজার, ভোলা।