

শনিবার ● ১৬ জুলাই ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংসসহ ফয়েজ (৪০) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সন্ধ্যায় শহীদ সেরনিয়াবাত নামে একটি সি-ট্রাকে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।
আটক ফয়েজ উপজেলার কাজিকান্দি গ্রামের কুট্টিমিয়ার ছেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কেস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মনপুরা-তজুমদ্দিন রুটে চলাচলকারি হীদ সেরনিয়াবাত নামে একটি সি-ট্রাকে অভিযান চালায়। এ সময় সি-ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৪০০ গ্রাম হরিণে মাংসসহ একজনকে আটক করা হয়।
পরে জব্দকৃত মাংস বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।