

শুক্রবার ● ১৫ জুলাই ২০২২
প্রথম পাতা » জাতীয় » চরফ্যাশনের বঙ্গোপসাগরে ভাসছে নাবিকবিহীন বিদেশি জাহাজ
চরফ্যাশনের বঙ্গোপসাগরে ভাসছে নাবিকবিহীন বিদেশি জাহাজ
দক্ষিণ আইচা প্রতিনিধি: ভোলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে নাবিকবিহীন বিদেশি জাহাজ ‘আল কুবতান’। জাহাজটি বৃহস্পতিবার সকালে চরনিজামের পূর্বপাশে চরে আটকে পড়েছে। সেই বিদেশি জাহাজ থেকে ট্রলার করে মালামাল লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। এদিকে, প্রশাসন জাহাজটি হেফাজতে নিতে দেরি করায় মালামাল লুট হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় অনেকেই।
তবে শুক্রবার দুপুর পর্যন্ত প্রশাসন জাহাজটি হেফাজতে নিতে পারেনি। দুর্গম এলাকা ও সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি হেফাজত নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। তবে তিনি নেভি, কোস্টগার্ড ও নৌপুলিশকে বৃহস্পতিবার রাতেই অবগত করেছেন।
এদিকে, শুক্রবার সকালে আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্ট গার্ডের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. আসলামুল হক। তবে নেটওর্য়াক সমস্যায় চরমানিকা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার সকালে চরনিজামের পূর্বপাশে বঙ্গোপসাগরে আল কুবতান ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন তারা।
জানা গেছে, নাবিকবিহীন জাহাজের উপরের অংশ খোলা। এতে পাথর বোঝাই। একটি ভেকু মেশিন, পাথর ভাঙ্গার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়।
স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি।’
চরফ্যাসনের ইউএনও আল নোমান বলেন, ‘জাহাজটির ব্যাপারে পদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই নেভি, কোস্টগার্ড ও নৌপুলিশকে জানাই। দুর্গম সাগর পথ, তাই জাহাজটি হেফাজতে নিতে দেরি হচ্ছে। দ্রুত হেফাজতে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।
-এসইউ/এফএইচ