

বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে বাসে উঠতে গিয়ে ছিটকে পড়ে বৃদ্ধ নিহত
লালমোহনে বাসে উঠতে গিয়ে ছিটকে পড়ে বৃদ্ধ নিহত
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাসে উঠতে গিয়ে ছিটকে রাস্তায় পড়ে চিত্তরঞ্জন দাস (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে লালমোহনের গজারিয়া ডা. আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিত্তরঞ্জন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় লন্ড্রির ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে একটি বাস চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। পথে কলেজের কাছে হাতের ইশারায় বাস থামাতে বলেন চিত্তরঞ্জন। বাসে উঠতে গিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।