

রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: ভোলায় ৮ কেজি গাঁজাসহ লোকমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । রোববার সকালের দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের তালতলি লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় । আটক লোকমান চট্টগ্রামের ডবল মুরিং এলাকার মৃত সামসুল আলমের ছেলে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তালতলি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজিসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, লোকমান দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।