শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলায় আশঙ্কা জনক হারে বাড়ছে সাইবার ক্রাইম, নেই নজড় দারি, চাই সচেতনতা
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলায় আশঙ্কা জনক হারে বাড়ছে সাইবার ক্রাইম, নেই নজড় দারি, চাই সচেতনতা
৫৩১ বার পঠিত
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলায় আশঙ্কা জনক হারে বাড়ছে সাইবার ক্রাইম, নেই নজড় দারি, চাই সচেতনতা

---

আদিল হোসেন তপু : Too every action has an equal re action বিজ্ঞানী নিউটনের এ সূত্রের সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। তাই, ‘বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ’ এ নিয়ে বিতর্কের সূচনা সম্ভবত বিজ্ঞানের আদিলগ্ন থেকেই। একবিংশ শতাব্দীর এ বিশ্বকে যেমন অনেক দিয়েছে ইন্টারনেট, টাকার উল্টা দিকে এর ক্ষতিকর দিকগুলোও আমরা দেখতে পাই। সাইবার ক্রাইম এমনই একটি বিষয়।
বিশ্বকোষ অনুযায়ী, ‘‘ইন্টারনেট ব্যবহার করে যে সব অপরাধ করা হয় তা হল সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম যেহেতু এক ধরনের অপরাধ, তাই বাংলাদেশের আইনে এর সাথে জড়িত ব্যক্তির শাস্তির কথা উল্লেখ আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৬নং ধারা অনুযায়ী, ইন্টারনেটে কারও কোন ইচ্ছাকৃত কর্মকান্ডের দ্বারা কোন কম্পিউটার রিসোর্সের তথ্য বাতিল বিনাশ বা পরিবর্তন ঘটানো সাইবার ক্রাইম। এছাড়াও অন্যের মালিকানাধীন সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক কিংবা কোন ইন্টারনেট সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করাও এ ধরনের অপরাধ। বর্তমানে ফেইসবুক, টুইটার, ইমু, ইনেস্টাগ্রাম সহ ইন্টারনেটে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে অশ্লীলতা। অনেকে ইন্টারনেটের মাধ্যমে অনেক কুরুচিপূর্ণ ও মান হানিকর বক্তব্য, ছবি, ভিডিও সম্প্রচার করে থাকে। এটা একটি বড় ধরনের অপরাধ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭নং ধারায় এ ধরনের অশ্লীলতাকেও সাইবার ক্রাইমের অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলাদেশের আইনে এসব অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড ও অনধিক ১ কোটি টাকা অর্থদ-ের বিধান রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি জেলায় সাইবার ক্রাইম ট্রাইবুনাল গঠন করা, সাইবার ক্রাইম এর উপর সচেতনতা ও আইসিটি আইনের সঠিক ব্যবহারই এই অপরাধ কমিয়ে আনতে পারে।
দেখা গেছে, ছবি আপনার আইডি আপনার কিন্তু চালাচ্ছে আরেক জন। শুধু তাই নয় আপনার ফেইসবুক আইডি হ্যাক করে বাজে ছবি থেকে শুরু করে অশ্লীল ভিডিও পোস্ট করা হচ্ছে। এমনকি আপনার আইডি দিয়ে বন্ধু থেকে শুরু করে আত্মীয় স্বজনদের বিভিন্ন বাজে ছবি বা ভিডিও ম্যাসেজ কিংবা টেক করার ঘটনা ঘটছে। এমন সাইবার ক্রাইম এর ঘটনা ভোলাতে আশঙ্কাজনক হারেই বেড়েই চলছে। এর ফলে সামাজিকভাবে তরুণ-তরুণী থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ কর্মকতা, রাজনীতিবিদ, ব্যাংকার, সাংবাদিকসহ নানা পেশার মানুষ এই ধরনের ঝুঁকি ও ভোগান্তির শিকার হতে হয়। এই ঘটনায় বেশির ভাগই সামাজিক ও পারিবারিকভাবে মেয়েরাই লাঞ্চনার শিকার হচ্ছে। এর মধ্যে ভোলায় সাইবার ক্রাইম অপরাধে ৯৫টি মামলা হয়েছে।
প্রযুক্তির কল্যাণে সময়ের সাথে পাল্টেছে মানুষের জীবনযাত্রা। সেই সাথে পরিবর্তন এসেছে মানুষের যোগাযোগের মাধ্যমও। এই ধরনের যোগাযোগ সময়, শ্রম বাচাঁতে ও কাজের ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকলেও কিছু ঘটনার ফলে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে অনাকাংখিত বিভিন্ন খবর।
সময় ও প্রযুক্তির সাথেই যেন পাল্লা দিয়ে বেড়েই চলছে অপরাধ জগতের নতুন সংস্করণ সাইবার ক্রাইম।
বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে ছেলে-মেয়ে উভয়েই অনলাইনে সমান তালে চলছে। তবে ছেলেদের চেয়ে মেয়েদের নানা রকম ঝুঁকি ও ভোগান্তির শিকার হতে হয়। শৈশব থেকেই আমাদের সমাজে মেয়েরা নানান বার্ধা ও ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে তার ব্যতিক্রম নাই ভার্চুয়াল জগতেও। সেখানেও রয়েছে পদে পদে ঝুঁকি ও বিপদ। নিরাপদ ইন্টারনেট মেয়েদের ক্ষেত্রে সুলভ নয়। বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান করা গেলেও অনলাইনের সমস্যা সমাধানের তেমন বেশি সুযোগ নাই। সাইবার ক্রিমিনালরা অনলাইন মাধ্যমে মেয়েদের ফেইসবুক আইডি হ্যাক, ছবি দিয়ে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি, ভিডিও পোস্ট করে মেয়েদের ব্লাক মেইল করা হচ্ছে। ফলে ঝুঁকির মধ্যে ফেলে দেয় মেয়েদেরকে।
এনিয়ে সরজমিনে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী রোদেলা  জানান, বর্তমান সময় ফেইসবুকে নারীরা বিভিন্ন ধরনের হেরেজম্যান্টের শিকার হচ্ছে। বিশেষ করে নারীদের বিভিন্ন ছবি ডাউনলোড করে সেই ছবি এডিটিং করে ফেইবুকে ভাইরাল করে দিচ্ছে। এমনকি  অনেক  সময় আইডি হ্যাক করে ব্ল্যাকমেইল করে। তা না দিলে বাজে ছবি ছড়িয়ে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক  এক সাংস্কৃতিক শিল্পী বলেন, বর্তমানে আমার নামে ৩টি আইডি ফেইবুকে ওপেন করা। আমার ছবি আমার রিয়েল আইডি থেকে নিয়ে এই আইডিগুলো খুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তুু এর থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় পাচ্ছিনা। কোথায় যাবো কার কাছে রিপোর্ট করবো যানা নেই। আইনশৃংখলা বাহিনীকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা।
আরেক শিক্ষার্থী শ্রাবনী জানায়, প্রযুক্তির কল্যাণে ছেলেদের তুলনায় মেয়েরাই সবচেয়ে ঝুঁকিতে পরছে। মেয়েদের ছবি এডিটিং করে বিকৃতি করে ফেইসবুকে ছড়িয়ে দিচ্ছে। এতে করে ঐ মেয়েটি যখন রাস্তা ঘাটে বের হয় তখন ইভটিজিং এর মত ঘটনা ঘটে। তখন সেই মেয়েটি ও তারা পরিবার সামাজিক ভাবে  হেও হচ্ছে। অনেক সময় এই ধরনরে ঘটনায় আত্মহত্যার মত ঘটনা ঘটছে। কিন্তুু আইনশৃংখলা বাহিনীকে আমরা এই ধরনের ঘটনায় তেমন কোন উদ্যোগ নিতে দেখছিনা।
আরেক শিক্ষার্থী ত্রপা হালদার জানায়, যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে মেয়েরা ছেলেদের পাশাপাশি ফেইসবুক, টুইটার, ইমু, ইনেস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করছে। এর ফলে আমরাই এর ভিকটিম হচ্ছি। তাই আমি সবাইকে বলবো এই ধরনের সাইবার ক্রাইম এর বিরুদ্ধে সবাইকে মেয়েদের পাশে ধারানো উচিত।
এব্যাপারে ভোলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ও নারী নেত্রী খাদিজা আক্তার স্বপ্না জানান, সাইবার ক্রাইম নারী ও শিশু নির্যাতনের নতুন একটি মাধ্যম। এর মাধ্যমে নারীরা নতুন করে নির্যাতনের শিকার হচ্ছে। তাই প্রতি জেলায় সাইবার ক্রাইম ট্রাইবুনাল গঠন করার দাবী জানাই। এর মাধ্যমে কিছুটা হলেও অপরাধ কমে আসবে।
সাইবার ক্রাইম নিয়ে কাজ করা বে-সরকারি সংগঠন জাগো নারীর ডিরেক্টর কমিউনিকেশন ডিউক ইবনে আমিন বলেন, প্রযুুক্তির আধুনিকায়ন, প্রশিক্ষিত-দক্ষ অসচেতন ব্যবহারকারীর অভাবেই সাইবার ক্রাইমের প্রবনতা বাড়ছে। এছাড়া আইনের সঠিক প্রয়োগ ও বিচার না হওয়া, আইনের সীমাবদ্ধতা, আইন ও অপরাধ সম্পর্কে অজ্ঞতা সাইবার ক্রাইমের মূল কারণ।
ভোলা বারের আইনজীবী অ্যাড.মো.মনিরুল ইসলাম বলেন, তথ্য ও প্রযুক্তি (আইসিটি) প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪ ধারায় অপরাধী যদি কোন ব্যক্তি কোন কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওর্য়াকের মালিক বা জিম্মাদারের অনুমতি ব্যতিরেক ব্যাবহার করলে বা কোন ফাই বিনষ্ট করলে সেই ব্যক্তি এই আইনের শাস্তি পেতে হবে। কিন্তুু অধিকাংশ সময়ে সাইবার ক্রাইম এর অপরাধীদের আইন এর আওতায় আনা যাচ্ছেনা। তাই সাইবার ক্রাইম ঘটছে। এই অপরাধ থেকে পরিত্রান পেতে প্রতি জেলায় সাইবার ক্রাইম ট্রাইবুনাল গঠন করতে হবে।
হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম, ভোলা শাখার সভাপতি মোবাশ্বেল্লাহ চৌধুরী বলেন, প্রযুক্তি ব্যবহার আমাদেরকে অনেক সফলতা ও সুফল দিয়েছে। কিন্তু বর্তমানে প্রযুক্তির অপব্যবহার বেড়ে গেছে। যার কারণে আমরা প্রযুক্তির দ্বারা অনেক সময় মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে। বিশেষ করে এই প্রযুক্তির ব্যবহারে নারী সমাজে তাদের অধিকার ভিশনভাবে লংঘিত হচ্ছে। অনেক সময় প্রযুক্তির দ্বারা মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়। এব্যাপারে স্কুল-কলেজ সহ বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করে মানুষকে সচেতনতা করা প্রয়োজন। এছাড়াও তিনি প্রযুক্তির কুফলের হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধকে দমন করা খবুই জরুরী বলে মনে করেন।
ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.শামসুল আলম বলেন, অল্প বয়সে প্রযুক্তির সহজলভ্যতা ও প্রশাসনের নজরদারির অভাবে দেশের কিছু কিশোর ও তরুনকে করে তুলছে সাইবার অপরাধী। ইন্টারনেট ব্যবহারে জন্য সরকারের মান নিয়ন্ত্রনের ব্যবস্থা থাকতে হবে। তা নাহলে অপরাধ বাড়তেই থাকবে।
আর ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, সাইবার ক্রাইম প্রতিরোধে ভোলাতে টিম গঠন করা হয়েছে। এই সংক্রান্ত কোন অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল প্রযুক্তির অপব্যবহার ও সাইবার ক্রাইমের মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানীর ঘটনায় আইসিটি এ্যাক্টে (তথ্য প্রযুক্তি আইন) বরিশাল বিভাগের ৬ জেলায় ১ হাজার ২শ ৯০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ভোলায় ৯৫টি মামলা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যমান সাইবার আইনের সঠিক বাস্তবায়ন ও অভিভাবকদের সচেতনতা ইন্টারনেটের অপব্যবহার রোধের পাশাপাশি এর কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

-এফএইচ






আইন ও অপরাধ এর আরও খবর

ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী
ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভোলায় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বোরহানউদ্দিনে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বোরহানউদ্দিনে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ভোলা জেলা ও দায়রা জজ মহসিনুল হক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা জেলা ও দায়রা জজ মহসিনুল হক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
লালমোহনের রমাগঞ্জে জেলেদের চাল বিতরণে ব্যাপক নয় ছয়ের অভিযোগ লালমোহনের রমাগঞ্জে জেলেদের চাল বিতরণে ব্যাপক নয় ছয়ের অভিযোগ
দক্ষিণ আইচার চর নিজামে জবাই করা হরিণ উদ্ধার দক্ষিণ আইচার চর নিজামে জবাই করা হরিণ উদ্ধার
লালমোহনে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা, তোলপাড় লালমোহনে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা, তোলপাড়
লালমোহনে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে গণহারে পুলিশের অভিযান, গ্রেপ্তার-৭ লালমোহনে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে গণহারে পুলিশের অভিযান, গ্রেপ্তার-৭

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।