

বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » শিল্প-সাহিত্য » স্বপ্নীল সাংস্কৃতিক সংঘঠনের ১২ বছর পূর্তি
স্বপ্নীল সাংস্কৃতিক সংঘঠনের ১২ বছর পূর্তি
স্টাফ রিপোর্টার • স্বপ্নিল সাংস্কৃতিক সংঘঠনের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ভোলা শিল্পকলা একাডেমিতে। ১২ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন, ভোলার সংস্কৃতিক ব্যক্তিত্ব, সংঘঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে শিল্পিরা গান, নাচ ও নাটক পরিবেশন করেন। সংঘঠনটির পরিচালক ইভান তালুকদার বলেন, আজ সংঘঠনটি মানুষের ভালোবাসায় ১২ বছর পূর্তি করলো। তিনি সংঘঠনটিকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।