

বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » দিলরূবা জ্যাসমিনের অস্টম বইয়ের মোড়ক উম্মোচন
দিলরূবা জ্যাসমিনের অস্টম বইয়ের মোড়ক উম্মোচন
স্টাফ রিপোর্টার: এবার বাংলা একাডেমীর একুশে বইমেলায় এসেছে কবি দিলরূবা জ্যাসমিনের নতুন বই “রোদেলা” (স্মৃতিকথা) । শ্রাবণ প্রকাশনীর এই বইটির প্রচ্ছদ এঁকেছেন কামরুল আহসান। ২৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের নতুন বই মোড়ক উন্মোচন মঞ্চে দিলরূবা জ্যাসমিনের নতুন বই “রোদেলা”র (স্মৃতিকথা) মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ছড়াকার ও কবি সানাউল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্টগণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, বিশিষ্টকার্টুনিস্ট আহসান হাবিব, বিশিষ্ট কবি দিলদার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লালমোহনের করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান দিলরূবা জ্যাসমিনের এটি অস্টম বই। তাঁর অন্যান্য বইগুলো হচ্ছে, সুখেরা আমার দুঃখেরা আমার (কাব্যগ্রন্থ),যায় দিন একাকী (কাবগ্রন্থ), অন্বেষা (প্রবন্ধ গ্রন্থ) আকাশলীনা (গল্প গ্রন্থ), বিকেলে ভোরের ফুল (কাব্যগ্রন্থ), পদ্ম পাতায় শিশির (পত্রকথা) এবং নীল জোছনায় কালো গোলাপ (পত্রকথা)।
-এমএম/এফএইচ