

শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » বোরহানউদ্দিনে ‘রক্তাক্ত আগস্ট’র মোড়ক উন্মোচন
বোরহানউদ্দিনে ‘রক্তাক্ত আগস্ট’র মোড়ক উন্মোচন
বোরহানউদ্দিন প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বোরহানউদ্দিন উপজেলা কমান্ড কর্তৃক প্রকাশিত ও বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাক দ্বীন ইসলাম রুবেল সম্পাদিত ‘রক্তাক্ত আগস্ট’ র মোড়ক উন্মোচন করা হয়েছে।
১০ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় এমপি আলী আযম মুকুল এর বোরহানউদ্দিনের বাসভবনে উম্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কুদ্্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহামদ উল্লাহ, জেলা পরিষদের সদস্য শাহাজাদা তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বশির উল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-সভাপতি বিশ্বজিৎ দে, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মদ আলী হীরা, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন লিটন প্রমুখ।
-জেটআর/এফএইচ