

শুক্রবার ● ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » লালমোহনে মন্দিরের খুঁটিতে বেধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন, আটক ১
লালমোহনে মন্দিরের খুঁটিতে বেধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন, আটক ১
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের রমাগঞ্জে মন্দিরের খুঁটির সাথে বেধে এক প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৯ সেকেন্ডের অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে হয়।
নির্যাতিত ওই যুবকের নাম জয় চন্দ্র মেস্তুরী। সে রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড নমগ্রামের শ্যামল চন্দ্র মেস্তুরীর ছেলে। ভিডিওতে দেখা যায়, প্রতিবন্ধী যুবককে মন্দিরের খুটির সাথে পিছ মোড়া বেধে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করছে একই এলাকার তাপস, অশীক চন্দ্রসহ আরও কয়েকজন। রাতে নির্যাতিত যুবককে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার সাথে জড়িত তাপস মৃধা নামে এক যুবককে রাতেই আটক করেছে লালমোহন থানা পুলিশ।
লালমোহন থানার অফিসার (ইনচার্জ) মাকসুদুর রহমান মুরাদ বলেন, রাতে ১৯ সেকেন্ড এর একটি ভিডিও ক্লিপ আমাদের নজরে আসলে তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তাপস নামের এক জনকে আটক করা হয়। জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
-এফএইচ