

বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » জাতীয় » ভোলায় ১২৯১ জন ভূমিহীন পেলেন প্রধানমন্ত্রীর ‘স্বপ্নের নীড়
ভোলায় ১২৯১ জন ভূমিহীন পেলেন প্রধানমন্ত্রীর ‘স্বপ্নের নীড়
স্টাফ রিপোর্টার: আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’- এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ভোলা জেলাতেও ভূমিহীন ও গৃহহীনদের সরকারিভাবে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলার সাত উপজেলায় চলতি ধাপে মোট ১২৯১ জন ভূমিহীন ও গৃহহীন দুই শতাংশ জমিসহ একটি করে ‘স্বপ্নের নীড়’ পেয়েছেন। এর আগে, ১ হাজার ৫৯২ জনকে ঘর দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ভোলা জেলায় মোট ২ হাজার ৮৮৩ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর। সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভোলা সদর উপজেলা মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা।
-বিএন/এফএইচ