

মঙ্গলবার ● ২৪ মে ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » বোরহানউদ্দিনে বিশ হাজার গলদা রেনু’ জব্দ, জরিমানা
বোরহানউদ্দিনে বিশ হাজার গলদা রেনু’ জব্দ, জরিমানা
বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন মাছঘাট এলাকা হতে (এক ড্রাম) প্রায় ২০ হাজার গলদা রেনু’র পোনা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান অভিযান চালিয়ে এ রেনু’র পোনা জব্দ করেন। এ সময় সরকারি কাজে বাধাঁ দেয়া মো. নজরুল ইসলাম নামের মাছের কেরানীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আহমেদ আলী আখন নিশ্চিত করে বলেন, জব্দকৃত রেনু’র পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
-এএম/এফএইচ