

বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আইন ও অপরাধ » বাপ্তায় বজলু সরকারের ক্ষমতায় অবরুদ্ধ ৩ পরিবার
বাপ্তায় বজলু সরকারের ক্ষমতায় অবরুদ্ধ ৩ পরিবার
স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাঁচড়া গ্রামের হযরত আলী সরকারের ছেলে বজলু সরকারের ক্ষমতায় অবরুদ্ধ হয়ে দিন কাটাচ্ছেন নিরীহ ৩ পরিবার। দীর্ঘদিন যাবত এমন অমানবিক দুর্দশায় অবরুদ্ধ হয়ে আছে পরিবারটি। যাঁর কারনে তিনটি পরিবারের কেউই ঘর থেকে বের হতে পারছেন না। স্কুল কলেজে যেতে পারছেন না অবরুদ্ধ পরিবারদের ছেলে মেয়েরা। এনিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিসি বৈঠক হলেও বজলু সরকার তা মানছেন না বলেও অভিযোগ উঠেছে। অবরুদ্ধ ৩ পরিবার হলেন একই গ্রামের বাসিন্দা কাদের পণ্ডিত, আব্দুল হাই ও শাহাবুদ্দিন। অবরুদ্ধে থাকা ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, প্রায় ২০ বছর ধরে তাঁরা অবরুদ্ধ থাকা রাস্তা দিয়ে চলাচল করতেন। ২০১৫ সাল ও ২০১৮ সালের দিকে শাহাবুদ্দিনের স্ত্রী লাইজু বেগম ও কাদের পণ্ডিতের ছেলে সুমনের কাছ থেকে চলাচল করা রাস্তা তাদের কাছে বিক্রি করার আশ্বাস দিয়ে ব্যাংক চেক ও স্ট্যাম্পের মাধ্যমে ৪০ হাজার ও ৭০ হাজার টাকা নেন বজলু। কয়েক বছর পর উভয়ের সেই টাকা ফেরত দেন বজলু। চলাচল করা রাস্তা বিক্রি করবে বলে টাকা নিয়ে কয়েকবছর পর সেই টাকা ফেরত দেওয়াতে অবরুদ্ধ পরিবার ও বজলু সরকারের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল সোমবার (১লা নভেম্বর) বজলু সরকার তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাস্তায় সুপারি গাছের চারা রোপণ করেন এবং বাঁশ দিয়ে কাটা তারের বেড়া তৈরি করে তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। এবিষয়ে অভিযুক্ত বজলু সরকারের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী কলম জান বেগম অবরুদ্ধ করে রাখা ঘটনাটি স্বীকার করে বলেন, অবরুদ্ধে থাকা তিনটি পরিবারের সাথে তাদের প্রায়ই ঝগড়াঝাটি হয়। সেজন্য তাঁর স্বামী বজলু সরকার তাদের চলাচল করা রাস্তা বন্ধ করে দিয়েছেন। এই বিষয়ে বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, বিষয়টি খবর নিয়ে আমি সমাধান করে দিবো। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-রাজ