

বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » ভেলুমিয়ায় প্রাণীসম্পদ সুরক্ষায় খামারীদের প্রশিক্ষণ
ভেলুমিয়ায় প্রাণীসম্পদ সুরক্ষায় খামারীদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার: ভেলুমিয়ায় প্রাণীসম্পদ লালন পালনে ঝুকিহ্রাস বিষয়ক দিনব্যাপী খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এসডিসি এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর মহা-ব্যবস্থাপক ড. শরীফ আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শাহিন মাহমুদ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ জাকির হোসেন, পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান। বক্তারা পারিবারিক পর্যায়ে পালনকৃত প্রাণিসম্পদের রোগ-বালাই ও মৃত্যু ঝুঁকি হ্রাসকরণের জন্য উন্নত খামার ব্যবস্থাপনায় খামারিদের সক্ষমতা ও জ্ঞান বৃদ্ধিকরন এবং প্রাণিসম্পদ লালন-পালনে বিনিয়োগে খামারিদের উৎসাহিত করেন। পরবর্তীতে প্রাণিসম্পদ খাতের ঝুঁকি নিরসনমূলক সেবা সমূহ নিয়ে সক্ষমতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
-রাজ