

সোমবার ● ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » চরফ্যাশনে কৃষি প্রণোদনা বিতরণ
চরফ্যাশনে কৃষি প্রণোদনা বিতরণ
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের রবি ২০২১/২০২২ খ্রিঃ মৌসুমে কর্মসূচীর আওতায় কৃষি প্রণোদনা বিতরন করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাছনাইন, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সম্পাদক ও সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস, কামরুজ্জামান শিপন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম। বক্তারা বলেন, বিএনপির আমলে সার ক্রয়ের জন্য কৃষক গুলিতে মারা গেছে। এখন আর সেই পরিবেশ নেই। সাধারণ কৃষকগন কৃষি কাজে আগ্রহ প্রকাশের ফলে আওয়ামীলীগ সরকার কৃষি কাজে ব্যপক ভ‚র্তক্তি দিয়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। চরফ্যাশন উপজেলায় মোট ১০হাজার ১৫০জন কৃষক কৃষাণীকে মুগ-খেশারী, ভ‚ট্টা ও সরিষার বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
-আমির/রাজ