

সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আইন ও অপরাধ » চরফ্যাশনে ইউপি সদস্যের মনোনয়নপত্র ছিনতাই এর অভিযোগ
চরফ্যাশনে ইউপি সদস্যের মনোনয়নপত্র ছিনতাই এর অভিযোগ
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ৪নং ওয়ার্ডের ইউপির সদস্য প্রার্থী মো. ইসরাফিল এর মনোনয়নপত্র ছিনতাই করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে, সোমবার বিকাল ৩টায় মনোয়ন ফরম পুরণ কর নির্বাচন অফিসে জমা দিতে গেলে অফিসের সামনেই প্রতিপক্ষ মফিজুল ইসলাম মাষ্টারের ছেলে কামরুল ইসলাম মনোনয়নপত্র জোরপূর্বক ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন ইউপির সদস্য প্রার্থী মো. ইসরাফিল।
তিনি আরো বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ায় সকল নাগরিকের অধিকার রয়েছে। সাধারণ মানুষ ভোট দিলে আমি নির্বাচিত হব, না দিলে পরাজিত হব। আমার জনপ্রিয়তাকে ইর্ষাণিত হয়ে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী মফিজুল ইসলাম মাস্টারের ছেলে আমার মনোয়নপত্র ছিনতাই করেছে। আমি চরফ্যাশন থানায় একটি অভিযোগ দাখিল করেছি।
-এমএএইচ/এফএইচ