

শুক্রবার ● ৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » আইন ও অপরাধ » তজুমদ্দিন ও দুলারহাটে তিন মাদক সেবীর আত্মসমর্পণ
তজুমদ্দিন ও দুলারহাটে তিন মাদক সেবীর আত্মসমর্পণ
তজুমদ্দিন/ চরফ্যাশন প্রতিনিধি: তজুমদ্দিন থানা পুলিশের কাছে এক জন ও দুলারহাট থানা পুলিশের কাছে দুইজন মাদকসেবী আত্মসমপর্ণ করেছেন। তজুমদ্দিনে শুক্রবার সকালে থানায় এসে মাদকসেবী মোঃ সাইদ আনোয়ার বাবুল (৩৪) মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করলে ওসি ফারুক আহম্মেদ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। ওসি ফারুক আহম্মদ বলেন, এর আগেও আরো ১২ মাদকসেবী আতœসমর্পণ করেন। আতœসমর্পণকারীদের মধ্যে দুইজনকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।
অপরদিকে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের দু’মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার বেলা ১১টায় দুলারহাট থানায় এসে আনুষ্ঠানিক তাদের এ অভিমত ব্যক্ত করেছেন।
তারা হলেন, নুরাবদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী মোস্তফা হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, একই ওয়ার্ডেল মৃত হাবিব মাঝির ছেলে দুলার মাঝি। আনুষ্ঠানিকতার সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী তাদের হাতে ফুল দিয়ে তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় নুরাবাদ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মিজান হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-আরএস/এমএএইচ/এফএইচ