

শুক্রবার ● ৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » দুলারহাটে নারী দিবসে বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ
দুলারহাটে নারী দিবসে বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ
চরফ্যাশন প্রতিনিধি:“সবাই মিলে ভাব, নতুন কিছু কর” নারী দিবসের এই প্রতিপদ্য বিষয় নিয়ে চরফ্যাশন উপজেলার নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করেছেন ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রতিযোগিতা। শুক্রবার ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মিলনায়নে প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রীগন অংশ গ্রহণ করেন । প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন, লিপি আক্তার, ২য় স্থান আরজু বেগম, তৃতীয় স্থান তানজিলা আক্তার। এই সকল প্রতিযোগিদের মাঝে প্রধান শিক্ষক পুরস্কার বিতরণ করেন। বক্তরা বলেন, নারী ক্ষমতায়নে বেগম রোকেয়ার অবদান সবচেয়ে বেশী গুরুত্ব বহণ করেছে। কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে যা আছে চির কল্যাণ কর, অর্ধেক গড়িয়াছে নারী অর্ধেক তার নর” পুরুষের পাশা পাশি নারীরাও এগিয়ে রয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শহিনা আক্তার, আবু সালেহ মো. হানিফ, সুজায়েত উল্যাহ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
-এমএএইচ/এফএইচ