

মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » আইন ও অপরাধ » মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে ওসি মিজান
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে ওসি মিজান
চরফ্যাশন প্রতিনিধি: মাদক, ইভটিজিং, জুয়া, জঙ্গিবাদসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্সে নীতি অটল চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি তার বক্তব্যে এই সব কথা বলেন।
প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে তিনি আরো বলেন, আমার সমাজকে সুন্দর ও শিক্ষা বান্ধব করতে অপরাধ কার্যকলাপ গুলো পরিহার করতে হবে। মানুষের দৃষ্টি পরিবর্তনের ক্ষেত্রে অন্যায়কারীকে কোন প্রশ্রয় দেয়ার থেকে বিরত থাকতে হবে। কোন মাদক ব্যবসায়ী, ইভটিজার, জুয়া ও জঙ্গিবাদের সংবাদ পেলেই সাথে সাথে থানাকে অবহিত করার জন্যেও আহবান করেন। এই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিরি সদস্য আবদুল খালেক মিজি, আবদুল মান্নান পন্ডিত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা কামরুল ইসলাম কাজল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ মো. হানিফ, শাহনাজ বেগম, আবদুল্লাহ আল নোমান, শিক্ষক মোসলে উদ্দিন প্রমুখ।
-এমএএইচ/এফএইচ