

মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » দুলারহাটে অপহরণের চেষ্টায়
দুলারহাটে অপহরণের চেষ্টায়
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে নুরাবাদ ১নং ওয়ার্ডে আঃ গণি (৫৫) কে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুলারহাট থানায় অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমাবার পৌনে ১২ টায় আঃ গণি প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘর থেকে বাহিরে দক্ষিণ পাশে আসলে একটি চক্র তার মুখে কাপর বেঁধে নিয়ে যায়। ঘর থেকে ৪০/৫০ হাত দক্ষিণে নিয়ে গেলে রাস্তা দিয়ে মোটর সাইকেল আসে। এতে লাইটের আলোতে থমকে দাঁড়ায়। পাশ^বর্তী ছালাউদ্দিনের বাসার সামনে আসলে গনির ডাকচিৎকারে ছালাউদ্দিন বাহিরে আসলে আহত অবস্থায় মাটিতে পড়ে দেখতে পায়। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আঃ গণি বলেন, আমি গলার শব্দে আঃ রহিম ওরফে সেলিমকে চিনেছি। আর কাউকে চিনতে পারিনি। আমাকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে নিয়ে যাচ্ছে। এ ব্যপারে দুলারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
-এমএএইচ/এফএইচ