

সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলারহাটে ৮ জেলে আটক, জাল জব্দ
দুলারহাটে ৮ জেলে আটক, জাল জব্দ
দুলারহাট প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় চরফ্যাশনের দুলার হাট থানায় চলমান অভিযানে ৮ জন জেলেকে ২ হাজার মিটার জাল সহ আটক করেছে উপজেলা মৎস্য ভিবাগের কর্মকর্তারা। রবিবার উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত দুলারহাট থানার তেতুঁলিয়া নদী থেকে কারেন্ট জাল সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হল শাকিল (২২), মাসুদ (৩২), আজগর আলী (২৮), সবুজ (১৮), নাজিম (২০) পাঁচ জনকে এক বছর এবং শাহেআলম (৬০), রিয়াজ (১২), সুমন (৩০) ৩ জনকে পাঁচহাজার টাকা জরিমানা সহ মৎস্য সংরক্ষণ আইনে ১৯৫০ এর (৫)১ ধারায় দণ্ড প্রদান করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন।
-একেএমজিএস/এফএইচ