

শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলারহাটে স্ত্রীকে গরম দা দিয়ে ছ্যাকার অভিযোগে স্বামী গ্রেফতার
দুলারহাটে স্ত্রীকে গরম দা দিয়ে ছ্যাকার অভিযোগে স্বামী গ্রেফতার
দুলারহাট প্রতিনিধি: চরফ্যাশনের দুলার হাট থানার নীলকমল ২ নং ওয়ার্ডে রিক্তা বেগম (২২) নামের এক গৃহবধূর উপর গড়ম দা ছ্যাকা দেওয়ার নির্যাতনের ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
রিক্তা বেগম অভিযোগ করেন, কয়েক বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক তার সাথে নীলকমল ইউনিয়নের আঃ হানিফ এর ছেলে জামাল বিয়ে হয়। বিয়ের পর থেকে রিক্তাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গত (৯ অক্টোবর) মলবার বিকালে স্বামী মোঃ জামাল গরম দা দিয়ে তাকে হাতে মুখে শরীরে ছেকা দিয়ে ক্ষত বিক্ষত করে।
শুক্রবার দুপুরে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ গিয়ে নির্যাতিত রিক্তা কে পাশন্ড স্বামীর হাত থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকালে দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে স্বামী জামালকে কয়েক দফায় অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারীর বলেন, জামালকে আটক করা হয়েছে এবং মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
-একেএমজিইউ/এফএইচ