

সোমবার ● ১৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলার হাটে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৪
দুলার হাটে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৪
দুলারহাট প্রতিনিধি: ভোলার দুলার হাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় ওয়ারেন্টভুক্ত ৩ মামলার আসামী আরো ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সোমবার ২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট শনিবার আড়াটার দিকে ৩০ গ্রাম গাঁজা সহ চর তোফাজ্জল গ্রামের আঃ রশিদের ছেলে শহীদুল ইসলাম (২৫), আবুবকরপুর এলাকা থেকে ৩ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ফয়সাল পিটার (৪০) গ্রেফতার করা হয়।
রবিবার রাতে চরফ্যাশন সার্কেলের এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে ওসি সহ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ পিচ ইয়াবা সহ কবির হোসেন পাঞ্চায়েত (৩২), আরো ২ পিচ ইয়াবা সহ মো: নাসিম মুন্সি (২২) কে গ্রেফতার করা হয়েছে।
দুলার হাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওশের আলী নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলে ৭(ক) এবং ১৯(১) টেবিলে ৯(ক) ধারায় মোট ৩টি মামলা দায়ের করে করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
-একেএমজি/এফএইচ