

সোমবার ● ২৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » শশীভূষণে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার
শশীভূষণে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সক্রিয় অজ্ঞান পার্টি চক্রের মূলহোতাসহ ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, শশীভূষণ থানাধীন এত্তয়াজপুর ৬নং ওর্য়াডস্থ খালেক মোল্লার ছেলে রুহুল মোল্লার (৫৫) বোরাকে ২০ এপ্রিল কাশেমগঞ্জ বাজার হইতে অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা যাত্রীবেসে উঠে রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা বাজারে পৌঁছে কৌশলে চায়ের মধ্যে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বোরাকটি নিয়ে যায়। রুহুলের জ্ঞান ফিরে আসার পর পুলিশকে জানালে রবিবার (২২ এপ্রিল) শশীভূষণ থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ সিকদারের নেতৃত্বে ও এসআই নাসির উদ্দিনের সহায়তায় হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি বোরাক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ইউসুফ মাল (৩৮), আঃ মান্নান খা (৫২), মিজান হাওলাদার (২২)। সবার বাড়ী ওমরাবাজ ২নং ওয়ার্ডের বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
শশীভূষণ থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ সিকদার নিশ্চিত করে বলেন, থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ০৭। তাং-২২/০৪/১৮।
-এমএসএইচ/এফএইচ