

সোমবার ● ৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » মাদকের ব্যাপারে কোন আপোষ নেই: দুলারহাট থানার ওসি মিজান
মাদকের ব্যাপারে কোন আপোষ নেই: দুলারহাট থানার ওসি মিজান
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার পশ্চিমাঞ্চলের দুলারহাট নতুন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান যোগদান করেছেন। সোমবার তিনি দুলারহাট থানার কার্যক্রম শুরু করেন। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি থানা উদ্বোধন করেন।
নব যোগদান কারী অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণি বিদ্যায় অনার্স-মাস্টার্স শেষ করার পর পুলিশের এস আই পদে চাকুরী হয়।
২০১০ সালে সেপ্টেম্বর মাসে অফিসার ইনচার্জ পদে পদায়ন হয়। চাদঁপুর জেলার মতলব দক্ষিণ, হাজীগঞ্জ থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে জাতিসংঘের শান্তি মিশনে অংশ নিয়ে দেশে ফিরার পর পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির দিঘীনালা থানায় ৫ মাস ওসি হিসাবে দায়িত্ব পালনের পর দুলারহাট থানায় পোস্টিং হলে তিনি যোগদান করেন। তার বাড়ী লক্ষ¥ীপুর জেলার রামগঞ্জ থানায়। জাতিসংঘের শান্তি মিশন পদক লাভ করেন। তিনি বলেন, আমি নতুন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করতে এই অঞ্চলের সকল পেশাজীবি মানুষের সহযোগীতা কামনা করছি। অপরাধীর বিষয় আমার কোন ছাড় নেই। বিশেষ করে মাদকের ব্যাপারে আমি জিরো টলারেন্স। ক্ষমতাধর মাদক ক্রয়-বিক্রতা ও সেবিদের বিষয়ে সুপারিশ না করার জন্য সকলের কাছে আমার অনুরোধ রইল।
-এমএএইচ/এফএইচ