

মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলারহাটে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা
দুলারহাটে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চর-তোফাজল গ্রামের মাদকসেবী পুত্রকে পুলিশের নিকট সোর্পদ করলেন পিতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টায পিতা সেলিম আড়ৎদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিমের পুত্র আলামিন (১৮) কে মাদক সেবন অবস্থা দেখে চরফ্যাশন থানা পুলিশকে সংবাদ দেয়। থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ঘটঁনাস্থল দুলারহাট বাজার থেকে তাকে আটক করে। এলাকার একাধিক ব্যাক্তি অভিযোগ করেন, তাকে ইতিপূর্বে পিতাসহ এলাকার গণমান্য ব্যক্তিরা সতর্ক করেছে। সে তা উপেক্ষা করায় পুলিশের নিকট সোর্পাদ করছে।
-এমএএইচ/এফএইচ