

শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলন
নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল হকের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে শনিবার দুপুরে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছন।
উপজেলার চরযমুনা গ্রামের শাহজল হকের ছেলে বাচ্ছু মিয়া অভিযোগ করেন চরযমমুনা মৌজার পিএস ৫৮৪, এসএ ৫১২, ডিপি ৫৪৮ নং খতিয়ানের দলিল মুলে ২.৩৯ একর জমির মালিক তার দাদা সৈয়দ উল্যাহ। ভূল ক্রমে ডিয়ারা জরিপে ওই জমির রেকর্ড হয় আবদুল হক গংদের নামে। ওই ভূল রেকর্ড সংশোধন করার জন্য ভোলার বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে সার্ভে নং ২৫৫/১৫ মামলা দায়ের করি। যা বর্তমানে বিচারাধীন আছে। মামলায় পরাজয়ের সম্ভাবনা দেখে আ. হক গংরা ওই জমিতে পাকা ভবনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে চরফ্যাশন সিনিয়র সহকারি জজ আদালতে দেং ১৩/১৮ মামলা দায়েরে করে স্থায়ী নিষেজ্ঞার প্রার্থনা করলে আদালত কাগজ পর্যালোচনা করে বিবাদীদের বিরুদ্ধে ১৫ জানয়ারি অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। ওই নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পর ওই জমিতে ঘর উত্তোলনের কাজ শরুকরলে বিষয়টি চরফ্যাশন থানা পুলিশকে জানালে থানা পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলে গেছেন।
এমআরএএম/এফএইচ