শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
বুধবার ● ২৭ মে ২০১৫
প্রথম পাতা » ফটোগ্যালারী » ভারতের কারাগারে বিএনপি নেতা সালাহউদ্দিন
প্রথম পাতা » ফটোগ্যালারী » ভারতের কারাগারে বিএনপি নেতা সালাহউদ্দিন
৫২৮ বার পঠিত
বুধবার ● ২৭ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের কারাগারে বিএনপি নেতা সালাহউদ্দিন

 ---

ঢাকা :: ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে শিলং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বুধবার হাজির করার পর ১৪ দিনের জেলহাজতে পাঠিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকাল পৌনে ৩টায় সালাহউদ্দিনকে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ হেফাজতে থাকা বিএনপির যুগ্ম হমাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি আদালত। বুধবার বিকেলে শিলং পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্টে হাজির করলে শুনানির পর এ নির্দেশ দেন আদালত। শিলং গণমাধ্যম সূত্রে জানা গেছে, আদালতে হাজির করলেও শিলং পুলিশ সালাহ উদ্দিন আহমেদের জন্য রিমান্ড আবেদন করেনি। অন্যদিকে সালাহ উদ্দিন আহমেদের পক্ষেও কোনো আইনজীবী ছিলো না। পরিস্থিতি বিবেচনায় শিলং আদালত সালাহ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে লকআপে ঢোকানোর আগে তার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন আদালত। এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় সালাহ উদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস ( নেগ্রিমস) হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এর আগে সালাহ উদ্দিন আহমেদকে চিকিৎসা শেষে নেগ্রিমস হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা।মঙ্গলবারই তাকে থানায় নেয়া হয় ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস এ তথ্য নিশ্চিত করেন। ওইদিন সন্ধ্যার পর থেকে তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছেন সিটি পুলিশের ৪ জন কর্মকর্তা। পুলিশ সূত্র জানিয়েছে, তাদের বিশ্বাস সালাহউদ্দিন ভারতে অনুপ্রবেশ করেছেন। কেননা, গোটা শিলং জুড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে কাউকে অপহরণ করে চোখ বাধা অবস্থায় শিলংয়ে ফেলে গেলে তা ধরা পড়ার কথা কিন্তু তেমন কোনো প্রমাণ পায়নি পুলিশ। যদিও এই বিএনপি নেতার দাবি, তাকে হাত পা বেঁধে শিলং গলফ মাঠে ফেলে রেখে যায় অপহরণকারীরা।এদিকে, সালাহউদ্দিন স্বেচ্ছায় ভারতে অনুপ্রবেশ করেছেন- এমনটাই প্রাথমিকভাবে আদালতে পুলিশ উত্থাপন করবে বলে জানা গেছে। এর আগে সালাহউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।সালাহ উদ্দিন এখন শিলং পুলিশের হেফাজতে রয়েছেন বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানান শিলং পুলিশ।কিডনি ও হার্টের উন্নত চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ২০মে শিলং সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে মঙ্গলবার চিকিৎকরা তাকে ছাড়পত্র দেন। টেলিফোনে দেশ টিভিকে এ বিষয়টি নিশ্চিত করেন মানস দাস।ভারতের ফরেনার্স অ্যাক্টে সালাহ উদ্দিনের নামে মামলা থাকায় স্থানীয় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। শিলং ইস্ট খাসি হিলস থানার পুলিশ সুপার এম খারক্রাং-ও টেলিফোনে জানিয়েছেন, বুধবার সালাহ উদ্দিনকে আদালতে তোলা হবে। এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহ উদ্দিন আহমেদকে আইনের আওতায় আনা হবে।গত ১২ মে ভারতের ওই রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার হওয়ার পর অন্য দুটি হাসপাতাল ঘুরে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (এনইআইজিআরআইএইচএমএস) চিকিৎসা নিচ্ছিলেন সালাহ উদ্দিন।মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পর বিএনপির এই যুগ্ম মহাসচিবকে শিলং সদর থানায় নেয় পুলিশ।এনইআইজিআরআইএইচএমএসের চিকিৎসকরা জানান, সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কিডনিতে পাথর থাকায় তিনি অনেক ব্যথা অনুভব করছেন।কিডনির পাথর অপসারণে মঙ্গলবার সালাহ উদ্দিনের অস্ত্রোপচার করার কথা থাকলেও তার স্ত্রী হাসিনা আহমেদ তাতে আপত্তি জানান বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।এ পরিস্থিতিতে সালাহ উদ্দিন আহমেদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে দেখে সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেন।উল্লেখ গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পরিচয়ে তুলে নিয়ে যায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। আর এ মাসের ১২ মে ভারতের মেঘালয় থেকে তাকে উদ্ধার করা হয়। অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে গত ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ।এর দুই মাস দুই দিন পর গত ১২ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের মিমহ্যানস্ হাসপাতাল থেকে স্ত্রী হাসিনা আহমেদকে ফোন দিয়ে জানান, তিনি বেঁচে আছেন।এদিন শিলং পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, ১১ মে সকাল বেলা শিলং এর গলফ লিংক এলাকা থেকে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়।এ সময় তার সঙ্গে ভ্রমণের কাগজপত্র না থাকায় স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। বিধ্বস্ত চেহারা ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তাকে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ্ (মিমহ্যানস) হাসপাতালে ভর্তি করা হয়। এর পর দুই দফায় হাসপাতাল পরিবর্তন করে প্রথমে শিলং সিভিল হাসপাতাল ও সর্বশেষ শিলং নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নেগ্রিমস) এ ভর্তি করা হয়।স্বামীর সন্ধান পাওয়ার পাঁচ দিন পর ১৭ মে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা আহমেদ। পরের দিন শিলংয়ে পৌঁছে স্বামীর জামিনের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেন তিনি। সর্বশেষ শুক্রবার স্বামীর জামিনের জন্য আদালতে আবেদন করেন হাসিনা আহমেদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।